পেট করে হাহাকার,আর তোমরাকরো রাষ্ট্রসংস্কার
দুটো ডালভাত খেয়ে জীবনাপাত পারবো কি আর
লোহার শিকলে বন্দি জীবন,পাড়িনা ঠিক দাড়াতে
মুখের জমানো কথা বন্দি ঐ মুখ বাধা শক্ত দড়িতে।
খুলে দাও লোহার শিকল আর মুখের বন্দি দশা
আলোতে একটু পরে দেও,ছিল আধার আর মশা
একটু জল দিবে,পিপাসায় ওরা দিতো ওদের মুত্র
তোমরাও তো মানুষ তবে ঐ অমানুষের কি সূত্র।
আজ আমি মুক্ত, তলোয়ারে মাথা নেবো কই শত্রু
হামজা,আবুবক্কর আর উমর হয়ে এসেছি নেই মিত্র
আমি চেঙ্গিস, যার মাথায় শুধু রাজ্য জয়ের নেশা
অ্যাকিলিস কে ভুলে গিয়েছিলে,যুদ্ধই তার পেশা।
দেশটা কি কারো বাপের নাকি,সামনে এসে দাড়া
দেখা বেটা তোর সাহস আজ খেলবো শেষ খেলা
সিন্ডিকেটদের ধরে এনে একেকটাকে ফাসিতে ঝুলা
কৃষক,মজুর দাম পায়না,সরকারের চোখে দিয়ে ধুলা।
ভন্ডালয় গুলো ভাঙবো চলো,গাইতি সাবল চালাও
পীরের নামে চাঁদা তোলা;পাছায় গড়ম ডিম ঢুকাও
গরিবের রক্ত চুষে যারা আজ বিশাল অর্থের মালিক
তাদের সাথে যুদ্ধ হবে সেজে খালিদ বিন ওয়ালিদ।
শুধু আমি নয় তোমরা প্রত্যেক জনতাই এক যোদ্ধা
আর নয় অন্যায়,যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ
সুদ,ঘুষ ও দুর্নীতি রোধ আমাদের এই শফথ অনিবার্য
ইসলামী বিচার,বেশি দামে বেচিলে করে দ্রব্যমূল্য ধার্য।
ইসলামী আইনে কুরআনে যে শাস্তি,যে বিচারের হয়
সকলকে মানিতে হইবে,তবে হবে ইসলামের শুধু জয়
বাংলার মাটিতে আর নয় হারাম বা অশিক্ষিতদের চলা
ওলামা,মাশায়েখ আর হাফেজদের কথা মেনে চলা।