ধুলির রাজ্যে ক্ষণিকের জীবন,
কেন এতো মায়া, কেন এতো ত্যাগ?
আখিরাতের পথে ডাকছে যে প্রভু,
তবু মানুষ ভুলে,বসে করে ভাগ।
দুনিয়ার মোহে অন্ধ যে চিত্ত,
অধিকার মেতে ভোগের আশা।
স্বল্প সময়ের এ জীবনের পরে,
অজানা দুনিয়া, অবিনশ্বর ভাষা।
আখিরাতের আলো, সেখানেই
আশা,
সৎকরম করো, রিদয়ে বিশ্বাস।
জীবনের গল্প হবে পূর্ণ সেখানেই,
যদি হয় অন্তর সৎ আর প্রকাশ।
সুখের মরীচিকা নয় চিরন্তন,
ধর্ম আর কর্মে রেখো মন।
আখিরাতের দিন অনন্ত শান্তি,
পাবে যদি থাকো আল্লাহর সঙ্গ।