Posts

কবিতা

কবে আসবে সোনার তরী

January 6, 2025

Sohag Chandro Sohag Chandro

19
View

কবে আসবে সোনার তরী,
আমিও যে বসে আছি নদীর তটে,
সোনার ফসল ভিজে বরষার জলে। 
মৃদু মন্দ বহিছে বাও অশান্ত নদী ,
চারিদিকে সজীবতা আসিছে ফিরি। 
গগনে মেঘেরও ছায়া, পড়িছে জলেরও ফোঁটা,
ছায়া সম আভা এই নিস্তব্ধ তটে
বেলা নাই ওহে মাঝি আসো আলো লয়ে। 
লাগিছে ভীষণ ভয়, নদীরও জলে ,
সোনার ফসল যদি যায় বয়ে বয়ে।
তাই কাটিয়া সোনারও ধান , ডাকিছে আকুল প্রাণ ,
স্থান দাও ,স্থান দাও , তব তরীতে 
এটুকুই আশা মোর , শুধুই এ ভবে ।
তুমি কি শুধু চেনো রবি ঠাকুরে, 
বার বার শুধু যাও তাহারও তীরে ,
আমিও তো আছি বসে নদীর তটে ,
দয়া করে এসো মাঝি , স্থান দাও মোরে। 
ভয় নাই ওহে মাঝি , না চাহি নিজ স্থান ,
আমার বলতে আছে শুধু সোনার এই ধান। 
তারে স্থান দিয়ো তোমার তরীরও কিনারে ,
আমি নাহয় রয়ে যাবো নদীর এই পারে।
মরণ আসে যদি নিতে চায় মোরে,
হাসিয়া বলিব আমি অমর এই ভুবনে ,
মোর ধান বীজ দেখ কত খেতে ফলে ,
মারিবে কেমনে তুমি , স্থান পাইয়াছি অনন্তে।

Comments

    Please login to post comment. Login