কবে আসবে সোনার তরী,
আমিও যে বসে আছি নদীর তটে,
সোনার ফসল ভিজে বরষার জলে।
মৃদু মন্দ বহিছে বাও অশান্ত নদী ,
চারিদিকে সজীবতা আসিছে ফিরি।
গগনে মেঘেরও ছায়া, পড়িছে জলেরও ফোঁটা,
ছায়া সম আভা এই নিস্তব্ধ তটে
বেলা নাই ওহে মাঝি আসো আলো লয়ে।
লাগিছে ভীষণ ভয়, নদীরও জলে ,
সোনার ফসল যদি যায় বয়ে বয়ে।
তাই কাটিয়া সোনারও ধান , ডাকিছে আকুল প্রাণ ,
স্থান দাও ,স্থান দাও , তব তরীতে
এটুকুই আশা মোর , শুধুই এ ভবে ।
তুমি কি শুধু চেনো রবি ঠাকুরে,
বার বার শুধু যাও তাহারও তীরে ,
আমিও তো আছি বসে নদীর তটে ,
দয়া করে এসো মাঝি , স্থান দাও মোরে।
ভয় নাই ওহে মাঝি , না চাহি নিজ স্থান ,
আমার বলতে আছে শুধু সোনার এই ধান।
তারে স্থান দিয়ো তোমার তরীরও কিনারে ,
আমি নাহয় রয়ে যাবো নদীর এই পারে।
মরণ আসে যদি নিতে চায় মোরে,
হাসিয়া বলিব আমি অমর এই ভুবনে ,
মোর ধান বীজ দেখ কত খেতে ফলে ,
মারিবে কেমনে তুমি , স্থান পাইয়াছি অনন্তে।
19
View