Posts

কবিতা

জীবন ক্ষয়ে যায়

January 7, 2025

জালাল উদ্দিন লস্কর

Original Author জালাল উদ্দিন লস্কর

30
View

জীবন ক্ষয়ে যায়

জালাল উদ্দিন লস্কর

হিম হিম ঠান্ডায়-
নিজেকে মনে হয় বরফের চাঁই।
তুমিও আজকাল বড্ড শীতল
তোমারও আগের সেই উষ্ণতা নাই!
ফুরায় এভাবেই  আমাদের ক্ষয়িষ্ণু এ জীবনের গভীর উত্তাপ।
অসহিষ্ণু মন জ্বলেপুড়ে মরে নিয়ে মনস্তাপ।
সবশেষে একদিন সব হয় শেষ
মুছে যায় শেষ চিহ্নটুকু  জীবনের হিসেবনিকেশ। 
কত গতকাল গত হয়ে যায়
কালের গর্ভে কতো কি হারায় কে রাখে হিসাব
ধুলিধুসরিত স্মৃতির মিনার
তাল কেটে যাওয়া সুরের বীণার 
ফিরে পাওয়া আর হয় না নতুন কোনো সুর
অস্তমিত সূর্যের মতো  জীবন নির্ভাপিত হয়ে 
অন্ধকারে মুখ ঢাকে, কাটে না সেই তমসার ঘোর।
রুদ্ধ করা অসম্ভব জীবনের এই ক্ষয়ে যাওয়া-
তবু জীবনের গান হউক  জীবনকেই অহর্নিশি 
ভালোবেসে যাওয়া, ভুলে গিয়ে সকল হিসাবকিতাব 
আর পাওয়া না পাওয়া।

Comments

    Please login to post comment. Login