আমি নিউক্লিয়ার বোম, বিধস্ত, পোড়া মবিলের ন্যায় জ্বলছি
কয়লার গন্ধ, কার্বন ডাই-অক্সাইড উঁচুতে উঁচু মিশে যাচ্ছে
ধিকিধিকি আগুনের শিখা
অপেক্ষামান অসুস্থ শিশু, মা
ভগ্নস্তূপ হতে অনেকটা দূর ছড়িয়ে ছিটিয়ে!
দিন তারিখ জানা নেই।
দাগ কাটা ক্যালেন্ডার ইটের নিচে চাপা পড়ে গেছে।
আকাশে বোমারু বিমান, জঙ্গলে জংলি লতা,
ভাঙা ডাল, কালো অর্কিড, ক্যামোফ্লাজ মিশে থাকা সৈন্যদল
রাইফেলের ডগায় ডগায় মানচিত্রের সত্য মিথ্যার অধিকার!
জলপাই রঙ কতগুলো ধুয়ে মুছে গেছে বৃষ্টির সঙ্গে।
ক্ষুধার্ত রুগ্ন কুকুর কু’ডাক ডেকে চলেছে।
মিডলমিস্টের পাপড়ি মেলার সময় হবে না,
আর্কিওপটেরিক্স ডানা ঝাপটিয়ে মুখ থুবড়িয়ে পড়ে।
This is a premium post.