Posts

কবিতা

বেটার বউ

January 8, 2025

Sohag Chandro Sohag Chandro

135
View


               💥ব্যাটার বৌ 💥
হামার ব্যাটা বউয়ের কাহিনী,
চোখেতে নাই দেখি কানেতে নাই শুনি।।
হামার ব্যাটা বউয়ের কথা,
শুনলে চক্করদেয় মাথা।। 😵‍💫
হামার ব্যাটা খুব কুরিয়া,
তারপরে ফির করিল বিয়া।।
বৌ হামার একটু কালো,
খাটো আছে তাও ভালো।।
বউ দুই-তিন বছর মানিল কথা,
তারপর করে জুদা হবার আশা।
বউ জুদা হয়া বড় খুশি,
প্রত্যেকদিন করে ডাইল আর লুচি।।
যদি কই দেও খাই,
কয় মোর হাঁড়িত নাই।।
যদি কখনো ঝগড়া লাগে,
জাত বেজাত করি গাইলাইতে থাকে।।
ব্যাটা হামার কিছু না কয়,
বৌ ওক করে অনেক ভয়।।
মাঝে মাঝে কান্দি কয়,
কাক বিয়া করছি হায়।। 😭😭

Comments

    Please login to post comment. Login