অপ্রতুল সুরে বাজে অভিসার গীতি
রূপের স্বরূপ ঢেকে যায় বিস্মৃতি
পরিযায়ী পাখি গায় তন্দ্রার ঘোরে
(পতঙ্গ আলো-ঝাড়ে তড়পায়, মরে)।
তোমার কথা ভাবে তপন দুপুর
(ওষ্ঠে জমে প্রেম, মনে ঘূর্ণিসুর)
মানস-পদ্ম তার কোন জলে ভাসে
কে বা জানে কী ব্যথা এই দূর-বাসে!
লিপ্সার রঙ ছুঁয়ে বৃষ্টির টান
খসে পড়া জল গায় একান্ত গান
ছিটকিনি আঁটে ঘরে এলোমেলো গা’য়
(ইতিউতি হাঁটে দ্যাখো ভেজা ভেজা পায়)।