পুরো উঠোন জুড়ে মানুষ ভরে উঠলো কারন ঘরে কারেন্ট নাই। বাইরের বাতাস খাবে সবাই হঠাৎ একটা বাতাস আসলো এসেই মাহবুবের পাঞ্জাবির পিছনের দিক তুলে ফেললো উপরে। সাথে সাথে অনেকগুলা গলায় একই কথা শুনা গেলো। নতুন জামাইয়ের পায়জামা ছেঁড়া।
বাকি দুইমাসের কাহিনী মাহবুব জানে না কারন সে দুইমাস কোমায় ছিলো।