কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো বলতেন, 'আমি উপলব্ধি করেছি যে আমার সত্যিকারের নিয়তি হচ্ছে যু'দ্ধ, যা আমি যু'ক্তরাষ্ট্রের সঙ্গে করতে যাচ্ছি।'
অপরদিকে জার্মানির না'ৎসি নেতা অ্যা'ডলফ হি'টলার কারাবন্দী অবস্থায় লিখেন আলোচিত বই ‘মেইন ক্যাম্প’ বা আমার সংগ্রাম। সেখানে তিনি বলেছেন, 'I suggest you to do war but never love because in war either you live or you die. But in love neither you live nor you die. অর্থাৎ আমি তোমাদের ভালোবাসায় না গিয়ে যুদ্ধে যাওয়ার পরামর্শ দিচ্ছি, কারণ যুদ্ধে তুমি হয় বাঁচবে না হয় মরবে, কিন্তু ভালোবাসলে না পারবে বাঁচতে না পারবে মরতে।'
হি'টলারকে গ্লোরিফাই করা আমার উদ্দেশ্য নয়, হেজেমনিক শক্তির বিরুদ্ধে টিকে থাকতে হলে যুদ্ধের কোনো বিকল্প নেই। নিজেদের আত্মরক্ষার মহা আখ্যানে ভালোবাসার গল্প টোটালি অচল। প্রেম আর মায়ার মতো ন্যাকামো একদম কাছে ঘেঁষতে দিতে নেই।
গতকাল চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের সীমান্ত এলাকার জনগন এবং বিজিবির সোলজাররা আমাদের ৫ কিলোমিটার মাটি ভারতের কাছ থেকে দখলমুক্ত করেছে। সাম্প্রতিক সময়ের নতজানু পররাষ্ট্রনীতির নিরিখে এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ এক মহাকাব্যিক অর্জন।
ঝিনাইদহের কোদলা নদীর আমাদের অংশে বিএসএফ জোরজবরদস্তিতে কাঁটাতারের বেড়া দিচ্ছিল।
আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদের বীর জনতা এবং বিজিবির সৈনিকদের এই যে চোখে চোখ রেখে সাহস নিয়ে কথা বলা এবং অধিকার আদায়ের দুঃসাহসী প্রেরণা -এটা কীভাবে কোথা থেকে এল? কীভাবে আমাদের মগজে জীবনানন্দের নতুন বোধের জন্ম নিল? এই বিষয়গুলো নিয়ে জোরালোভাবে কথা বলতে হবে গণমাধ্যম ও বুদ্ধিজীবিদের। বীরজনতার অমিত সাহসকে এখন গ্লোরিফাই করতে না পারলে আর কবে করবেন?
আমরা চাঁপাইনবাবগঞ্জের চঞ্চল লোকেদের অসম তেজ ও বিক্রমকে অকুণ্ঠ স্যালুট জানাই। বিজিবির জোয়ানদের জানাই লাল সালাম। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি।
আমাদের চিত্ত আর নয় দুর্বল।
এবার তবে কথা হোক চোখে রেখে চোখ
সেয়ানে সেয়ানে সমানে সমান।🫡
লেখক: সাংবাদিক
৯ জানুয়ারি ২০২৫