Posts

নিউজ

৯৬ বছরে টিনটিন

January 10, 2025

নিউজ ফ্যাক্টরি

14
View

জনপ্রিয় একটি কমিক চরিত্রের নাম টিনটিন। চলতি বছরের ১০ জানুয়ারি চির তরুণ এই প্রতিবেদক ৯৬ বছরে পা দিলো। ফিকশন ফ্যাক্টরির পক্ষ থেকে টিনটিনকে জন্মদিনের শুভেচ্ছা।  

স্নোয়ি, ক্যাপ্টেন হ্যাডক, গোয়েন্দা জনসন-রনসন, প্রফেসর ক্যালকুলাস, মিলানের নাইটিঙ্গেল হিসেবে খ্যাত বিয়াংকা কাস্তাফিওর, ভিলেন রাস্তাপপুলাস, খানসামা নেস্টর এসব চরিত্র নিয়েই সৃষ্টি হয়েছে টিনটিনের এডভেঞ্চারের জগত।

বেলজিয়ান কার্টুনিস্ট হার্জ জনপ্রিয় এই চরিত্রটি সৃষ্টি করেন। ১৯২৯ সালের ১০ জানুয়ারি বেলজিয়ামের একটি সংবাদপত্রে প্রথম টিনটিন প্রকাশিত হয়।

কাল্পনিক এই চরিত্রটি বিগত ৯৫ বছর ধরে বিশ্বজুড়ে লাখ লাখ উৎসাহী পাঠককে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। ফলে ১০ জানুয়ারি টিনটিনের ভক্তরা বেশ ধুমধামের সঙ্গেই তার জন্মদিন পালন করে থাকে। 

Comments

    Please login to post comment. Login