Posts

চিন্তা

দৃষ্টিভঙ্গি

January 11, 2025

Joy Banik

Original Author Joy Banik

13
View

শিকারী জিম করবেটের নাম শুনেছেন? ছিলেন একজন নামী অ্যাংলো-ইন্ডিয়ান শিকারি। ভারতবর্ষে বাঘের শিকার করেছেন। 

এই যে বাঘ শিকার, ব্যাপারটাকে অনেকে অনেক ভাবে দেখেন। আপনি হয়তো দেখলেন বাঘগুলো মানুষখেকো ছিলো তাই শিকার করতে হয়েছে, আমি সেভাবে দেখি না।

ল অব ন্যাচারে কিছু প্রাণী আমাদের খায়, কিছু প্রাণীকে আমরা খাই। কথা হচ্ছে, যেসব শিকারি শখের বসে বা প্রয়োজনে বাঘ শিকার করে তাদের আমরা বাহবা দেই। বাঘ যখন আবার আমাদের আক্রমণ করে তখন সেটাকে নরখাদক বা মানুষখেকো বলে ট্যাগও দেই। অথচ বাঘের জন্য বিষয়টা সহজ। সে খাবার খুজছে। আমাদের ক্ষেত্রে সেটা হয় প্রয়োজন(খুবই কম সময়) না হয় বিলাসিতা।

হিপোক্রেসিটা ধরতে পারলেন? নিজের সুবিধায় আমরা কত প্রাণীকেই না হত্যা করি, আমাদের তো কেউ হত্যাকারি বলে না। কিন্তু খাবার সংগ্রহ করতে চাওয়া বাঘ আমাদের কাছে একটা জ্যান্ত হত্যাকারী!! 

Comments

    Please login to post comment. Login