Posts

কবিতা

সাজায় বায়তুল আখের কবরস্থান

January 11, 2025

ARIFUL ISLAM BHUIYAN

Original Author ------আরিফ শামছ্

42
View

চলোনা ভাই সবাই মিলে গোরস্থানে যায়,
বেহালদশা দেখে বসি, কি কাজ করা দায়!
একা একা যায় কী করা সকল ভালো কাজ,
চলো সাজায় গোরস্থান, সবাই মিলে আজ।

কত বছর অবলীলায় রয়লো অবহেলায়,
কবর খুঁড়ে, মাটি দিতে, পড়তো ঝামেলায়। 
দুর্দিনের সেই ছন্দহারা,ছন্দে বাঁধা পড়লো আজ,
অরুণ, তরুণ, নতুন,সবুজ, জাগছে দেখো, নতুন সাজ।

বাধার পাহাড় ধূলির ধূলায়,গড়াগড়ি খায়,হর হামেশায়,
চলার গতি, প্রচার প্রসার, সবার সাথে, এক লহমায়।
খাবার দাবার ঘুম পালালো, ঘরের খবর সব ভূলিলো,
নিজের খবর, পরের খবর, সাথে করে পথ চলিলো।

আমার তোমার সবার প্রিয়, মানুষ সবাই শুয়ে আছে,
নীরবতার শব্দহীনে, হয় কথা হয়, স্মৃতির কাছে।
চোখ জুড়ানো, মায়া জড়ানো, সবুজ ঘাসের কোলে,
সমান্তরাল সবুজ ঘাসে, মুক্তো যেনো ঝুলে।

বাদলা দিনে,তপ্ত দাহে,ঝড় তুফানে,নয় বিপদে,
দোয়া দরুদ পড়বে সবে,শান্ত মনে,নিরাপদে,
চলো সবাই হাত বাড়িয়ে, সাজায় আখের স্থান,
সময় কোথায়,মন্ত্র সবার "সাজাও গোরস্থান"।

আপনজনার আত্না পাবে শান্তি শত শত,
আমি, তুমি সবাই যাবো, সময় হবে গত।
আসল বাড়ি, নিজের বাড়ি, চলো গড়ি সবে,
পূর্ণ সাজের দেয় অপরুপ,শেষ হবে ভাই হবে!

মদীনা,
সকাল ০৮ টা ৫২
১১/০১/২০২৫ ইং।

Comments

    Please login to post comment. Login