পোস্টস

গল্প

বুলবুলি (প্রিমিয়াম)

১৭ মে ২০২৪

Anam Ahmed

মূল লেখক এনাম আহমেদ

বুলবুলিদের জানালার সামনে ক’গজ দূরে একটা শান বাঁধানো পুকুরপাড়। যেখানে সকাল সকাল পাড়ার মহিলারা বসে ছাই দিয়ে বাসন মাজে। তখন শব্দ হয় ঘ্যাচর ঘ্যাচর। মাঝে মধ্যে পুকুরটায় হলুদ রঙের একটা সাপ দেখা যায়। যেটা মাথা উচু করে পানি নাচাতে নাচাতে পাক খায়। কখনও এদিকটায় আসেনা। একদিন বুলবুলি সাপ দেখে তার মাকে বলেছিল, মা দ্যাখ দ্যাখ, সাপ। বুলবুলির মা তখন হায় হায় হারামজাদি, সারলুতো বলে ওর মাথার চুল ধরে নিচু করে পিঠে ধপ ধপ করে ৫টা কিল বসিয়েছিল। সাপ দেখাতে গিয়ে বুলবুলি ওর মার হাতে থাকা ধোয়া থালাবাটি ফেলে দেয়ায় দন্ডটা তাকে পেতে হয়।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।