একুশে বইমেলায় অন্যান্য বছর প্যাভিলিয়ন পেলেও এবার ১২টি প্রকাশনীকে প্যাভিলিয়ন দেওয়া হচ্ছে না। ৯ জানুয়ারি বইমেলা পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই প্রকাশনীগুলোর বিরুদ্ধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বইমেলায় অতিরিক্ত সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে।
যেসব প্রতিষ্ঠান প্যাভিলিয়ন পাচ্ছে না তাদের মধ্যে রয়েছে তাম্রলিপি, কাকলী প্রকাশনী, পাঠক সমাবেশ, পুঁথিনিলয়, সময়, মিজান পাবলিশার্স, চারুলিপি, জিনিয়াস পাবলিকেশন, নালন্দা, পার্ল পাবলিকেশন, বিশ্বসাহিত্য ভবন, শব্দশৈলী, জার্নিম্যান।
এছাড়া অন্যপ্রকাশ, আগামী প্রকাশনী ও অনুপম প্রকাশনীর প্যাভিলিয়ন ছোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন,আগে প্যাভিলিয়ন দেওয়া হতো এমন কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানকে এবার প্যাভিলিয়ন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলার নিয়মনীতি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান জানান, এই প্রকাশনীগুলোকে 'স্বৈরাচারের দোসর প্রকাশক' হিসেবে চিহ্নিত করে তাদের বইমেলায় নিষিদ্ধের দাবি তোলে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি, জাতীয়াতাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ ও বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি।
তিনি আরও জানান, এই প্রকাশনীগুলোকে কালো তালিকাভুক্ত করারও দাবি জানানো হয়েছিল। তাদের দাবির কারণেই বাংলা একাডেমি এগুলোকে প্যাভিলিয়ন বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।