Posts

কবিতা

দুঃখ জাগানিয়া।

January 12, 2025

Amir Hamza

14
View

 দুঃখ জাগানিয়া।

            -আমির হামজা 
 

বহু বছর বহু জন্ম ধরে উঠেছি আমি হতাশার কান্না বেয়ে

কতক দুঃখ মনে পরে কতক সুখের ছোঁয়া লেগে।

না জানি কোথায় কবে কি ভুল হয়ে গেলো

আমি তোমাকে আমার করে পেলাম না তো কখনো

ওগো আমার দুঃখ জাগানিয়া।


 

যে আয়ু বিচ্ছেদের ফিবোনাচ্চি সিরিজ তাতে মিলনে সুখ নাহি

দুঃখ ভরা রাত্রে বেলায় বিষাদ ভোরের উজ্জ্বল সূর্যের বাতি।

স্বপন ভরা বিবাদের ঘোরে ঘুমাতে নাহি চাহি অশান্ত মগজে 

তোমারে আমি ভালোবাসি যেভাবে বেদুইন তার পানিকে বাসে

ওগো আমার দুঃখ জাগানিয়া


 

তোমাকে বলা হয়নি কভু আমার একান্ত ছোটবেলার কথা

তুমিতো যাননি তবু আমার মনের গহীনের তিক্ত কথা

সুধালে আমারে হঠাৎ, “কি হয়েছে তোমার এমন কি ব্যাথা?”

আমি তো পারিনি কহিতে তোমারে চেয়েছিনু যারে জন্মের তরে

ওগো আমার দুঃখ জাগানিয়া। 


 

মৃদু হস্তে ধরিয়া চিবুক, ললাটে হয়নি কভু ঈষৎ চুম্বন

ব্যাথা আমাদের ভবিতব্বে থাকে চুমুতে ঠোঁটে লেগে আসবে

কি সব অব্যাক্ত সাপের শিষের মতন ছন্নছাড়া স্মৃতির মেলা

তুমি সুখ আনবে বলে আমি চেয়ে আছি দূরে পথ অজানা

ওগো আমার দুঃখ জাগানিয়া।


 

এখানে হৃদয় আছে, চোখের সামনে উঁচু উঁচু ভবন

এখানে মৃত্যু আছে, আয়নাঘর আছে মাটির নিচে ভবন

এখানে তুমি আছো, কল্পনার কোনো নদীর তীরে বসে

তুমি আছো সেই কবেকার অনাবিল গাংচিল হয়ে।


 

আমি তো ভুলিনি কথা তোমার শাড়ির আঁচলের সবুজ পাতা

আমি ভুলিনি মুখের ব্যাথা, চোখের ভেতরে আগুনের ভাটা।

আমি জানিনি তবে তুমি হঠাৎ কেমন করে আমার হবে।

তোমারে ভালোবাসি যেভাবে মৃতরা মাটিকে ভালোবাসে


 

দু-চক্ষু মেল্যানকোলি ভরা এই তপ্ত দুপুরও বেলা

আমি তোমার জন্যে আনতে যাচ্ছিলাম রুপালি সমুদ্রযাত্রা

তোমারে দেখেছি আমি, লিখেছি কত শত চিঠির তাড়া।

তোমারে বেসেছি ভালো কত বছর ধরে পুরোনো ভালোবাসা

ওগো আমার দুঃখ জাগানিয়া।


 

তুমি উড়ো প্রজাপতির ডানায় চেপে উড়ে যাও দ্বিগন্তের পাড়ে

আমারে রেখো তোমার হৃদয়ের কোনো এক অন্ধ কুঠুরিতে

যেখানে আলো নেই, তুমি এসো খানিক পরে হেটে হেটে

আমি রয়েছি তোমার কাছে দূর থেকে তোমার ভালো চেয়ে


 

যাননি কভু আমি তোমারে চেয়েছি সর্বদা আমার আশেপাশে

আমার চারিদিক তুমি নির্মিত স্বচ্ছ তোমার সুবাস দেওয়াল

কাঁটাতারের বেড়া আমার হৃদয়ে সর্বদা বাং- ইন্ডিয়া বর্ডার

হানাহানি লেগেই আছে তুমি সেখানে কাটা গোলাপের বাহার।


 

কোনো মোবাইল গেমে তোমারে খুঁজি, প্রত্যেক চক্ষু তোমার পুঁজি

প্রিয় সিনেমা, ন্যাকান্যাকা উপন্যাস, বিভূতিভূষণের ইচ্ছেমতির বিন্যাস।

সবেতে তোমারে খুঁজি, হারিয়ে তোমারে খুঁজি, স্বপনে খুঁজি

তোমারে খুঁজি যেভাবে কিশোর প্রেমিকার জন্যে খুঁজে যামিনী।

এবারে হলো নাকো, তুমি কখনো এভাবে চাইলে নাতো 

এভাবে হলো নাকো, সব কিছু কেমন মেকি মেকি হয়ে গেলো

কিভাবে নৌকো ভাসে, কিভাবে বিজ্ঞান ভাসা ব্যাখ্যা করে

ব্যাখ্যার ওপারে যাহা আছে আমাদের এই বস্তুগত ভুবনের মাঝে

আমি তাহার সমপরিমাণ জন্ম জন্ম ভরে তোমারে ভালোবাসি

ওগো আমার দুঃখ জাগানিয়া।

Comments

    Please login to post comment. Login