রাকের শহরটা ছিল নিস্তব্ধ, রাস্তার আলোগুলো দূর থেকে ঝাপসা লাগছিল। বৃষ্টি পড়ার পরের সেই মাটির গন্ধে ভেজা বাতাস যেন এক অদ্ভুত বিষণ্ণতা মেখে ছিল। অরিত্র বসে ছিল তার জানালার পাশে, হাতে একটা পুরনো নোটবুক। নোটবুকের ভাঁজে লেখা ছিল অগণিত কবিতা, গল্প, আর একটা নাম—"অবন্তী।"