Posts

গল্প

সৎ কৃষক ও শিক্ষিত অসৎ ব্যক্তি (Premium)

January 12, 2025

M MAHAFUJ SARKER

0
sold
এক প্রত্যন্ত গ্রামের কৃষক ছিল হারাধন। সহজ-সরল মানুষ, সততাই ছিল তার জীবনের মূলমন্ত্র। প্রতিদিন ভোরবেলা সূর্যের সঙ্গে উঠে মাঠে যেতেন, তার গরু দিয়ে জমি চাষ করতেন, ফসল ফলাতেন। সামান্য আয়েই তিনি সুখী ছিলেন। তাঁর মুখে সবসময় হাসি থাকত। অন্যদিকে শহরে বাস করত এক শিক্ষিত ব্যক্তি, নাম অরুণ। উচ্চশিক্ষা লাভ করলেও তার চরিত্র ছিল ভিন্ন। ধূর্ততা, লোভ, আর প্রতারণার ফাঁদ পেতে অন্যদের ঠকানোই ছিল তার নেশা। অরুণ শহরে থাকার সময় মানুষের আস্থা অর্জন করে নানা ভুয়া প্রকল্পের নামে টাকা হাতিয়ে নিত।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login