এক অদ্ভুত মায়ার জাল। সেই জাল শুধু অনুভব নয়, এবার তা চোখেও দেখতে পেলাম। কোনো এক অন্ধকার রাতে, যখন চাঁদ পাহাড়ের পেছনে লুকিয়েছে, আমি হঠাৎ করে অনুভব করলাম চারপাশে অদ্ভুত একটা কিছুর উপস্থিতি।
যেন হালকা ধোঁয়া বাষ্প হয়ে আমার চারপাশ ঘিরে ফেলেছে। যতক্ষণে বুঝতে পারি, ততক্ষণে দেখি সেই ধোঁয়া আস্তে আস্তে জালের আকার নিচ্ছে। এক মুহূর্তে মনে হলো, কেউ যেন নীরবে দাঁড়িয়ে আছে—মায়াবী এক ছায়া। তার চোখে গভীর রহস্য, ঠোঁটে