ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই শুরু হতে যাচ্ছে দুই দিনের জাতীয় কবিতা উৎসব। জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ১১ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে।
জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান জানান, ১ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে দুই দিনের এই উৎসব শুরু হবে। এবারের উৎসবের স্লোগান ‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’।
তিনি বলেন, 'স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’ স্লোগান নিয়ে ভাষা আন্দোলনের স্মৃতিবাহী মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হচ্ছে দুই দিনের জাতীয় কবিতা উৎসব।
এদিকে এবারের উৎসবে ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার পক্ষে এবং দল,পরিবার ও ব্যক্তিবন্দনা করে কোনো কবিতা পড়া যাবে না। এছাড়া স্বাধীনতা ও জুলাই গণঅভ্যুত্থানবিরোধী কোনো বক্তব্যও উপস্থাপন করা যাবে না।
উৎসবে অংশ নিতে কবিদের কোনো নিবন্ধন ফি লাগবে না। নিবন্ধিত কবিদের নাতিদীর্ঘ দুটি কবিতা আগাম জমা দিতে হবে। এর মধ্য থেকে একটি কবিতা পাঠ করতে পারবেন তিনি।