বন্ধু শুনেছ,
এইত এসেছে বিপ্লবের ডাক !
এখন কি তুমি ঘরে বসে থাকবে ?
বন্ধু দেখেছ,
গোধূলির লাল সূর্যের ন্যায় আমার ভাইয়ের রক্ত !
এখন কি তুমি ঘরে বসে থাকবে ?
বন্ধু !
এখন কিসের ভয় তোমার? এই জীবনের ?
জীবনের সেই বই কি তুমি পড় নাই ?
ত্যাগের মহিমা কি তুমি জান না ?
স্বাধীনতার স্বপ্ন কি তুমি দেখনি ?
তবু কেন এখন তুমার এই ঘরে বসে থাকা ?
বন্ধু মনে রেখো,
ইনকিলাবের জোয়ার উঠিয়ে,
স্বাধীনতার লাল সূর্যকে তুমায় আনতেই হবে।
এটাই তোমার জীবনের অমরতা।
13
View