জুলাইয়ে যখন চারপাশে শুধু মানুষের মৃত্যু সংবাদ তখন নিজের অজান্তেই লেখা চলে আসে।সেই সময়ই প্রতিবাদ স্বরূপ এটা লেখা। আবু সাইদ বুক দেখে বাংলার ছেলেরা ত ঘরে বসে থাকতে পারে না। তারাও ত মুক্তি চাই। স্বপ্ন দেখতে চাই। মিছিলের ডাক চাই। সেই ডাক কেই কবিতায় তুলে ধরা।