Posts

কবিতা

ভুলনি ত তুমি

January 13, 2025

মাহাথির মোহাম্মদ

125
View

সে ত মোদের বীরাঙ্গনাদের গাঁথা,
যাদের প্রাণসম ইজ্জত বিনিময়ে
অর্জিত এই লালসবুজের স্বাধীনতা। 
হেয় করে সেই গাঁথা, 
কি পাওয়া তুমি সেথায়? 
আরে বাঙালি ভুল না তাদের কথা,
যাদের দ্বারা আসছে মোদের প্রাণের স্বাধীনতা।
ভুলে যেয়ো না রাজাকার বাদে
বাঙালি রমণীর প্রাণের অসহ্য সেই যন্ত্রণার কথা।
তারাও সংগ্রাম করেছিল 
সাম্য- মর্যাদার, সার্বভৌম
সোনার বাংলাদেশর জন্য।
সেই সংগ্রামের পথ ধরেই আজকের সংগ্রাম!
যা হয়ত চলতে থাকবে,
যত কাল রবে এই ভুবন পাড়ে।
 

Comments

    Please login to post comment. Login