(১)
একজন পতিতা তার খদ্দেরকে বলল,"আপনি মানুষটা এতো ভাল কেন?"খদ্দের টা চোখেমুখে রোমান্টিক ভাব রেখে বলল,"কেন? আমি আবার কি এতো ভাল করলাম?"জবাবে পতিতা বলল ,"আপনি অন্যদের মত পশু না।আপনাকে স্বামী হিসেবে ফেলে জীবন সার্থক হতাম।বলে স্বপ্নের জগতে হারিয়ে যায়
(২)"খোকার বাবা শুনছো?"" উহু বল" "বলছি হাত খরচ টা একটু কমিয়ে ফেলনা , ছেলেমেয়ে বড় হচ্ছে " রেগে গিয়ে খোকার বাবা বলে " তুই কি বলতে চাস আমি সব টাকা বাজারে উড়িয়ে দিয়ে আসি? সারাদিন খেটেখুটে এসে তোর প্যানপ্যানানি আর ভাল লাগে না।" খোকার মার মুখটা শুকিয়ে যায়, মুখে আর কথা আসে না।