ফাতেমা গ্রাম থেকে শহরের দিকে হেঁটে যাচ্ছিল। মাটির রাস্তা দিয়ে যেতে যেতে সে বুঝতে পারল সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। পুরনো বটগাছের কাছে এসে হঠাৎ সে শুনল এক রহস্যময় কণ্ঠস্বর।
"ফাতেমা, তুমি কি জানো কেন সবাই এই পথে এড়িয়ে চলে?"
ভয় পেলেও ফাতেমা জিজ্ঞাসা করল, "তুমি কে?"
গাছের ভেতর থেকে ছায়ামূর্তি বেরিয়ে এসে জানাল, সে এই গাছের রক্ষক। ফাতেমার সাহস ও সততার প্রতিজ্ঞার মাধ্যমে তাকে মুক্তি দেওয়া সম্ভব। ফাতেমা সাহসিকতার সঙ্গে প্রতিজ্ঞা করল। মুহূর্তেই চারপাশে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল।
রক্ষক বিদায় নেওয়ার সময় বলল, "তোমার প্রতিজ্ঞা শুধু আমাকেই নয়, তোমার জীবনকেও বদলে দেবে।"
এরপর ফাতেমা তার সাহসিকতা দিয়ে গ্রামে পরিবর্তন আনল, আর বটগাছ হয়ে উঠল গ্রামের শান্তি ও সত্যের প্রতীক।