এখানে টুম্পা, মৃণালিনী দেবীর মতো এমন চল্লিশ জনকে নিয়ে এসেছে যাদের সমাজ পরিবার এমন কি ঈশ্বরও দূরে ঠেলে দিয়েছেন, তাদেরই দু-হাতে বুকে টেনে নিয়েছে টুম্পা
জায়গা করে দিয়েছে মৃণালিনী ভবনে যাতে শেষ কয়টা দিন তারা যেনো একাকিত্বে না বাঁচেন।
টুম্পা যেনো একা না থাকে, একটা ঝগড়া করার লোক খুঁজে নেয় এই তো ছিলো মৃণালিনী দেবীর শেষ ইচ্ছে, সেটাই খুঁজে নিয়েছে সে একটা- দুটো নয় চল্লিশটা জগড়াটে বুড়ি।
এখন সারাটা দিন মন খুলে সে তাদের সঙ্গে ঝগড়া করে।