ইসরায়েলের ন্যাশনাল লাইব্রেরিতে বিখ্যাত লেখক ফ্রানৎস কাফকার কিছু ব্যক্তিগত বিরল নথিপত্র প্রদর্শিত হচ্ছে। 'কাফকা: মেটামর্ফোসিস অব অ্যান অথর' নামের এই প্রদর্শনীতে ইহুদি এ লেখকের জীবন, সংগ্রাম এবং জায়নবাদের সঙ্গে তার সম্পর্ক তুলে ধরা হয়েছে। এটি চলতি বছরের জুন মাস পর্যন্ত চলবে।
কাফকার অপ্রকাশিত নথি, চিঠি এবং পান্ডুলিপি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ইসরায়েলের ন্যাশনাল লাইব্রেরি। এই লাইব্রেরি বর্তমানে মূল্যবান এসব সামগ্রীর মালিক।
উল্লেখ্য, ফ্রানৎস কাফকা জার্মানভাষী অস্ট্রিয়ান-চেক উপন্যাসিক এবং ছোট গল্প লেখক। তিনি ১৮৮৩ সালে বর্তমান চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের মধ্যবিত্ত এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত সৃষ্টি ‘দ্য মেটামরফোসিস’। এটি একটি নভেলা। ১৯১৫ সালে জার্মান ভাষায় প্রথম প্রকাশিত হয়। তার কালজয়ী উপন্যাস ‘দ্য ট্রায়াল’। কাফকার লেখা থেকেই জন্ম নেয় সাহিত্যের একটি নতুন ধারা যা কাফকায়েস্ক নামে পরিচিত। ক্ষণজন্মা এই লেখক ১৯২৪ সালে মাত্র ৪১ বছর বয়সে মারা যান।
সূত্র: টাইমস অব ইসরায়েল