নিরীহ নাট্যকার মাত্র
মাঝে মাঝে হাসি হঠাৎ, মাঝে মাঝে কান্না রাশি রাশি
আমি এই বিশ্ব মরুর মাঝে এক ক্ষুদ্র দুঃখ অভিলাষী
কোথাও কখনো কোনো অভিনয়ের ছোট্ট রোল পাই
জানিনা কত টাকা পাবো জানিনা আমি কি সিরাজউদ্দৌলা হবো।
এই মহাবিশ্বের মহা ধরার নাট্যমঞ্চে, আমি এক নিরীহ নাট্যকার মাত্র।
সাজিয়েছিল তারা বকুল ফুলের মালা, আমি হবো মালাকর
সাজিয়েছিল তারা সারিসারি অস্ত্র তরোয়াল আমি হবো রণ-বর
আমি তো কখনো চাই নি অসীম প্রাচুর্যের অকল্পনীয় ছোঁয়া
তবে আমারে কেন বলা হলো অভিনয় করো, ধরতে হবে ভং রঙ্গ
এই মহাবিশ্বের মহা ধরার নাট্যমঞ্চে আমি এক নিরীহ নাট্যকার মাত্র।
কোনো দৃশ্যে অশ্রু ঝরা অভিব্যক্তি পরক্ষনেই সুখের নেই ক্ষান্তি
কোনো দৃশ্যে মায়ের মৃতদেহ দাফন, পরক্ষনেই জীবনের ব্যাপন
আমি তো চাইনি কিছু, ছুটেছি বহুকাল সম্মুখ স্বর্গের পিছু পিছু
আমি তো বলিনি কভু আমারে অভিনয়ের ছলে পোড়াও যত্রতত্র
এই মহাবিশ্বের মহা ধরার নাট্যমঞ্চে আমি এক নিরীহ নাট্যকার মাত্র।
কখনো তীব্র রোদ্দুরের মাঝে আমি বসে আছি ফেরীঅলার সাজে
বসে আছি কিছু খুচরো পয়সা হাতে আর বালিকার টিপ্ চুরি নিয়ে কাঁধে
তারা আসছে কিছু কিনছে আনন্দে চুরি হাতে দেখছে কিছু টিপ্ও সাথে
আমার রোল তখন খুচরো টাকার জন্যে ফেরি করা কিছু সুখের তত্ত্ব
এই মহাবিশ্বের মহা ধরার নাট্যমঞ্চে আমি এক নিরীহ নাট্যকার মাত্র।
কখনো দেওয়া হতো কৃষকের কোনো রোলে, হাড়ভাঙ্গা খাটুনি
ঘাম তখন নকল পানির ফোঁটা, দূরে কাগজের সূর্যের রোদের তীক্ষ্ণ চাহুনি
কখনো রাখাল বালক বাঁশের কঞ্চি নিয়ে হাতে যেতে হবে দূরে মেশ চড়াতে
আমি হলাম রাখাল বলক কিছু পয়সা কড়ি যদি পাই সেই জন্যে
এই মহাবিশ্বের মহা ধরার নাট্যমঞ্চে আমি এক নিরীহ নাট্যকার মাত্র।
বাকি টুকু জুড়ে আমি ধ্বংস সৃষ্টির অন্তরে বাসা বাধা ফ্যাঙ্গাস
মঞ্চে কয়েকঘন্টা যাবৎ হয়ে আসা নাটকের আয়ু আজকে ইনফিনিটি
সীমান্তের ওপারে আমার অভিনয়, কি তীক্ষ্ণতা কি সূক্ষ্ণতা আমার নাটকে
কত শতাব্দীর সাধনার ফলাফল স্বরূপ তাঁতকে লিখি পত্র
এই মহাবিশ্বের মহা ধরার নাট্যমঞ্চে, আমি এক নিরীহ নাট্যকার মাত্র।
মঞ্চ পরিচালক নাটকের খসড়া হাতে ছুটে চলেছে মেকাপের নিরেট
অভিনেত্রীদের কাছে, তাদের মন খুশি হলে নাটক চলবে ভালো
আমি তো কেবল সামান্য দুপয়সার অভিনয় শিল্পী মাত্র, হাতে নিয়ে স্ক্রিপ্ট
দাঁড়িয়ে আছি কখন আমার সময় আসবে আমি মঞ্চে আবিষ্ট হবো
এই মহাবিশ্বের মহা ধরার নাট্যমঞ্চে, আমি এক নিরীহ নাট্যকার মাত্র।
এভাবেই দিন কেটে যায়, এভাবেই দর্শক মঞ্চে চেয়ে রয়
কখনো বা অভূতপূর্ব দৃশ্য কখনো বা মেকি মারামারি
তাদের দরকার বিনোদন আমি বিনোদন অভিব্যাক্তি নিয়ে ছুটে চলি
পিঠের হাড় বাঁকা হয়ে যায় যেন, আমারে আর বহিতে চায় না নিজ অস্থিও
এই মহাবিশ্বের মহা ধরার নাট্যমঞ্চে, আমি এক নিরীহ নাট্যকার মাত্র।