সরু পথে চলবে গাড়ি
প্লানটা ছিল তাই
ট্রাক লরি কার্ভাড ভেন
সাথে চলবে বাস।
রিক্সা সাথে যুক্ত অটো
চলছে নিরন্তর
হঠাৎ করে উঠলো লেনে
কাঁপছে প্রান, কাঁপছে যুগান্তর;
করা ব্রেকে থামলো গাড়ি
ভেঙ্গে চূরে অটো
হঠাৎ করে তাকিয়ে দেখি
প্রান হারিয়েছেন বুড়ো।
কয়েক কদম পরে দেখি
হাতটা আছে পরে
দেহটা তার খুজছে ওগো
আঙুলগুলো দিয়ে।
ছোট লেনের ছোট্ট শহরে
আমরা আছি বেঁচে
স্মৃতির পাতায় সুখস্মৃতি থাক
কষ্টগুলো থাকনা পরে।