Posts

কবিতা

ছোট্ট লেনর ছোট্ট শহর

January 14, 2025

মো. গোলাম কিবরিয়া

38
View

সরু পথে চলবে গাড়ি
প্লানটা ছিল তাই
ট্রাক লরি কার্ভাড ভেন 
সাথে চলবে বাস।
রিক্সা সাথে যুক্ত অটো 
চলছে  নিরন্তর
হঠাৎ করে উঠলো লেনে
কাঁপছে প্রান, কাঁপছে  যুগান্তর;
করা ব্রেকে থামলো গাড়ি
ভেঙ্গে চূরে অটো
হঠাৎ করে তাকিয়ে দেখি
প্রান হারিয়েছেন বুড়ো।

কয়েক কদম পরে দেখি
হাতটা আছে পরে 
দেহটা তার খুজছে ওগো
আঙুলগুলো দিয়ে।
ছোট লেনের ছোট্ট শহরে
আমরা আছি বেঁচে 
স্মৃতির পাতায় সুখস্মৃতি থাক
কষ্টগুলো থাকনা পরে।

Comments

    Please login to post comment. Login