Posts

নিউজ

'ফিয়ার্স এলিজি'র জন্য টিএস এলিয়ট পোয়েট্রি প্রাইজ পেলেন পিটার গিজ্জি

January 14, 2025

নিউজ ফ্যাক্টরি

15
View

মার্কিন কবি পিটার গিজ্জি চলতি বছরের টিএস এলিয়ট পোয়েট্রি প্রাইজ জিতেছেন। তিনি ‘ফিয়ার্স এলিজি’ নামের কবিতা সংকলনের জন্য এই পুরস্কার পান। 

ফিয়ার্স এলিজিতে মিশিগানে জন্মগ্রহণকারী পিটার গিজ্জি তার ভাইকে হারানোর অভিজ্ঞতা তুলে ধরেছেন। কবিতার এই বইটি ২০২৩ সালের ৮ আগস্ট প্রকাশিত হয়। এটি গত বছরের সেপ্টেম্বরে ম্যাসাচুসেটস বুক অ্যাওয়ার্ডও জিতেছে।       

গিজ্জির ভাই মাইকেলও একজন কবি ছিলেন। দুই ভাই মার্কিন সাহিত্য পত্রিকা ‘o•blék' প্রতিষ্ঠা করেছিলেন। এটি ১৯৮৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত চলেছিল। মাইকেল ২০১০ সালে মারা যান। তাদের আরেক ভাই টম ২০১৮ সালে মারা যান।     

এদিকে বিচারক প্যানেলের সভাপতি ব্রিটিশ কবি মিমি খালভাতি বলেছেন, 'গিজ্জির এই কবিতার সংকলনটি অসীম দুঃখজনক, তবে এটি শরীর ও আত্মায় অনেক বেশি জীবন্ত।'

উল্লেখ্য, যুক্তরাজ্যে কবিতার জন্য দেওয়া সবচেয়ে মূল্যবান পুরস্কার টিএস এলিয়ট প্রাইজ। যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে প্রকাশিত সেরা নতুন কবিতা সংকলনের লেখককে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিজয়ী কবিকে ২৫ হাজার পাউন্ড দেওয়া হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান   

Comments

    Please login to post comment. Login