বিয়ে করবে আমাকে? ভালোবাসি তোমাকে।
কথাটি শুনে আরাবী পিছনে ফিরে তাকায়। দদেখে তার কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র দাড়িয়ে আছে। ছেলেটার নাম সূচক। হিন্দু ধর্মের। আআরাবীকে তাকিয়ে আছে দেখে সূচক আবার বলল: কি হলো? বলো বিয়ে করবে আমাকে? আরাবী বিষ্ময় কাটিয়ে বলল, what nonsense কি বলছেন? আপনি হিন্দু আর আমি মুসলিম। এটা সম্ভব না। কেন সম্ভব না? ভালোবাসার চেয়ে ধর্ম বড়? সূচক প্রশ্ন করল।
হ্যা, আরাবীর সোজা উত্তর। আারাবী চুপ থেকে ফের বলল, আমাকে সত্যিই ভালোবাসলে মুসলিম হতে হবে। পারবেন? পারলে কালকে এসে জানাবেন। কথাটি বলে আরাবী হাঁটা ধরে আর ভাবতে থাকে...
ফ্ল্যাশবেক,
আজ শাড়ি পরে বের হয়েছিল আরাবী। রাস্তার মাঝে হঠাৎ সূচক এসে দাড়ায়৷ আরাবী অবাক হয়। কারণ এতদিনে সূচকের সাথে তার কোনোদিন কথা হয়নি। সূচক হাতের সিগারেটে শেষ টান দিয়ে বলল, বিয়ে করবে আমাকে? অনেক ভালোবাসি তোমাকে.. পরে আমরা সবাই জানি।
বর্তমান,
আরাবী ভেবেছিলো সূচক আসবে না। কিন্ত তাকে অবাক করে সে আসে এবং বলে আমি রাজি। চল পালিয়ে যাই। আবারী বলে এখন না। আগে গ্রেজুয়েশন কমপ্লিট করুন পরে। সূচক রাজি হয়। ১ বছর পর….. আরাবী আর সূচক পালিয়ে যায়। এইকয়দিনে আরাবী বুঝেছে সূচক তাকে ভালোবাসে। এর মধ্যে ঈদের দিনে তাকে নিজের হাতে রান্না করে খাইয়েছে। তারা পালিয়ে যায়। অনেকদূর। আবারী ভেবে রেখেছে সূচক মাঝপথে তার হাত ছেরে দিলে সে কোনোদিন বাড়ি ফিরবে না। তারা চট্টগ্রাম এসে পরে। সূচক সেখানে মুসলিম হয়। তারা বিয়ে করে। নাম সৌভিক রাখা হয় তার। সৌভিক একটা বিজনেস শুরু করে। ৫ বছর পর.... তাদের একটা মেয়ে হয়। আরাবী তার মাকে ফোন করে।তার মমাকে সব খুলে বলে। তারা মেনে নেয় সবটা। তাদের সংসার জীবনের ২০ বছর চলছে। এর মধ্যে সৌভিক আরাবীকে হারানোর ভয়ে চুক্তি করে নিয়েছে। মৃত্যুর আগ অব্দি সে সৌভিককে ছেড়ে যেতে পারবে না। আরাবীও হাসি মুখে মেনে নিয়েছে তার পাগল প্রেমিকের পাগলামি।
সমাপ্ত......