Posts

নিউজ

নিলামে বব ডিলানের ‘মিস্টার ট্যাম্বরিন ম্যান’ এর লিরিক

January 15, 2025

নিউজ ফ্যাক্টরি

9
View

নোবেলজয়ী কবি, গায়ক এবং গীতিকার বব ডিলানের বিখ্যাত গান 'মিস্টার ট্যাম্বরিন ম্যান' এর প্রথম খসড়াসহ বেশ কিছু শিল্পকর্ম এবং ছবি শিগগিরই নিলামে বিক্রি হবে।

‘সেলিব্রেটিং বব ডিলান: দ্য আল অ্যারোনোভিটজ আর্কাইভ, টি বোন বারনেট, এন্ড মোর’ শিরোনামের নিলামটি ১৮ জানুয়ারি টেনেসির ন্যাশভিলে মিউজিশিয়ান্স হল অব ফেম অ্যান্ড মিউজিয়ামে অনুষ্ঠিত হবে।  

নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েনস অকশনস জানিয়েছে, বিখ্যাত এই সঙ্গীতশিল্পীর জীবন ও ক্যারিয়ারের ৫০টি অসাধারণ ঐতিহ্যবাহী স্মৃতিচিহ্ন নিলামে উঠতে যাচ্ছে। অনুরাগী এবং সংগ্রাহকরা এগুলো কিনতে পারবে। এর মধ্যে কিছু জিনিস ৬ লাখ ডলারেও বিক্রি হতে পারে বলে আশা করা হচ্ছে।  

জুলিয়েনস অকশনস আরও জানিয়েছে, এসব স্মৃতিচিহ্নগুলো সাংবাদিক আল অ্যারোনোভিটজের ব্যক্তিগত সংগ্রহের অংশ ছিল। তাকে রক সাংবাদিকতার গডফাদার হিসেবে উল্লেখ করা হয়। তিনি বব ডিলানসহ অনেক তারকার বন্ধু ছিলেন।   

নিলামে বিক্রি হতে যাওয়া স্মৃতিচিহ্নগুলোর মধ্যে রয়েছে ১৯৬৮ সালে ডিলানের স্বাক্ষরিত একটি তৈলচিত্র এবং গায়কের ২০২১ সালের ‘দ্য টাইমস দে আর অ্যা চেঞ্জিন’ গানের পুনঃরেকর্ডিংয়ের একটি অ্যানালগ ডিস্ক। ১৯৬৪ সালে প্রকাশিত এই গানটি তার বিখ্যাত গানগুলোর মধ্যে একটি ছিল।  

এছাড়া নিউ ইয়র্ক সিটির টাউন হলে ১৯৬৩ সালে ডিলানের প্রথম বড় একক কনসার্টের জন্য একটি প্রচারমূলক লিফলেট এবং গায়কের একাধিক পুরাতন ছবিও বিক্রির জন্য রাখা হয়েছে। 

তবে সবচেয়ে নজরকাড়া জিনিসটি হলো, মিস্টার ট্যাম্বরিন ম্যান এর ৩টি খসড়া। ডিলান এই গানটির গীতিকার এবং সুরকার ছিলেন। জনপ্রিয় এই গানের মাধ্যমে প্রথমবার তিনি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে চার্টের শীর্ষ স্থান অর্জন করেছিলেন। এই খসড়াগুলোর মূল্য ৪ থেকে ৬ লাখ ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

উল্লেখ্য, ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান বব ডিলান। তিনি ১২৫ মিলিয়নের বেশি গানের রেকর্ড বিক্রি করেছেন। 

সূত্র: দ্য গার্ডিয়ান 

Comments

    Please login to post comment. Login