Posts

প্রবন্ধ

এই প্রথম মনে হলো যে আমি বড় হয়ে গেছি

January 16, 2025

Md shajib Sikder

Original Author সজীব সিকদার

15
View

রাত ২:০০ মিনিটে পোস্টটা লিখছি। এখন থেকে ঠিক ৩ ঘন্টা আগেও আমি অপেক্ষা করতেছিলাম মা-বাবা বলবে আজকে তর জন্মদিন ছিলো।যদিও জন্মদিন পালন করি না ছোট থেকেই তাও মা বাবা একবার হলে স্মরন করিয়ে দেয় যে আজ তোর জন্মদিন।

মা প্রতিবছরই আমার জন্মদিনের দিন সকালে মনে করিয়ে দেয় & বাবাকেও মনে করিয়ে দেয় সজীবের জন্মদিন আজ।বাবা সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকে তাই রাতে বাড়িতে আসার সময় মিষ্টি কিনে আনে।মা ও সন্ধ্যায় কল করে মনে করিয়ে দেয় বাবাকে (মিষ্টি আনার জন্য)।সেই কবে SSC পাশ করেছি এখনো বাবার নম্বরে আমার জন্মদিনের দিন স্কুল থেকে মেসেজ আসে জন্মদিনের শুভেচ্ছা।বন্ধুরা কখনো আমাকে ফেজবুকে শুভেচ্ছা জানায় না কারন আমি ইচ্চে করেই ফেজবুকের জন্মদিনের নোটিফিকেশন অফ করে রেখেছি।

কিন্তু এইবার সম্পূর্নই ব্যতিক্রম মা সকালে উঠে গল্প করলো, মা-বাবা সবাই মিলে একসাথে নাস্তা করলাম।দুপুরে গল্প আড্ডা,একসাথে খাওয়া দাওয়া করলাম। কিন্তু মা-বাবার জন্মদিনের কথা মনে নেই।আমার ছোট বোন আগে থেকেই চকলেট কিনে রাখছে সকালেই দিয়ে বলছে ভাইয়া Happy Birthday.. 

ছোট বোন মা বাবাকে বিভিন্ন ইঙ্গিতে বোঝাতে চেয়েছে বচরের ১৫ টা দিন চলে গেলো।১৫ তারিখ চলে যাচ্ছে। কিন্তু মা কিছুই বুঝতে পারেনা,মনেও করার চেষ্টা করেনা।

ভাবছি হয়তো রাতে প্রতিবছরের মতোই মিষ্টি আনবে কিন্তু না।ভাবছি খাওয়ার সময় হয়ত বলবে কিন্তু বল্ল না। তাহলে কি প্রতিবছরের মতো এই বছর স্কুল,কলেজ থেকেও শুভেচ্ছা বার্তা আসেনি? কারোরই মনে নেই…..

গত বছর পর্যন্তও ছোট ছিলাম - এখন বড় হয়ে গেছি, যেমন: বাবা-মা তাদের জন্মদিনের কথা কেউ আর মনে করায় না।তাই আজ মনে হচ্ছে আমি বড় হয়ে গেছি।

Comments

    Please login to post comment. Login