Posts

পোস্ট

আপনাকে আমার ভাল্লাগে, আপনাকে আমার খারাপ লাগে

May 17, 2024

তাসলীমা বেগম

Original Author তাসলীমা বেগম

205
View
আপনি আমার চারপাশ জুড়ে থাকলে
ভাল্লাগেনা। 
আপনি আমার চারপাশ জুড়ে থাকলেই 
ভাল্লাগে। 
আপনি আমার সমস্ত পৃথিবী নিজ দায়িত্বে দখলে রাখুন।
আপনি আমাকে নিঃশ্বাস নিতে দিন প্লিজ। আমার দরজা হতে সরে দাঁড়ান।

আমি নেপিয়াম সভ্যতায় ফিরে যেতে চাই।

আমার সমস্ত আচরণের বিশুদ্ধতার দোহাই
আপনার হার্টের স্পন্দন ছাড়া আর কোন সংগীত আমি শুনতে চাইনি।
আমি জন্ম হতেই বধির-- এই কথাটি বিশ্বাস করুন প্লিজ।
জ্বরের আগুনে পুড়তে থাকা আমার ধোঁয়া ওঠা কপালের দোহাই--আমাকে বিশ্বাস করুন প্লিজ।

আপনার বিশ্বাসের ওপরেই আমার সমুদ্র উড়বে আকাশের শেষে।
আপনার বিশ্বাসের ওপরেই আমার পোষা পাহাড়টি সূর্যকে ভালোবাসবে।
আসলে আপনার বিশ্বাস আমাকে শ্রুতিশক্তি ফিরিয়ে দেবে।

আসলে
আসলে
আপনার কপালে একবার ঠোঁট ঠেকালেই আমি বিশ্বকে বদলে দেবার মতো একটি বক্তব্য দিতে পারবো। 
আপনার চিবুকে একবার চিবুক ছোঁয়ালেই আমি স্পর্শের পবিত্রতা সম্পর্কে আদি হতে পোস্ট-আধুনিক বইটি শেষ করতে পারবো।

যখন সহস্র-সহস্র বছর পূর্বে নেপিয়াম সভ্যতায় একাকী ছিলাম...সমস্ত তল্লাট জুড়ে আপনি একমাত্র চেনামুখ ছিলেন আমার।
আপনি সুরের জন্য ছুটতেন, আমি সুরের সাধকের পেছনে ছুটতাম, সারা তল্লাট আপনার জন্য ছুটতো...
অসংখ্য অচেনা মানুষ আর উঠতি বৃক্ষের ভীড়ে একসময় চেনামুখের রেখাসমূহ বৃষ্টি হয়ে গেলো।
আমার আর কোন চেনামুখ রইলোনা। 
একাকী।
একাকী।
একাকী।

অতঃপর
আমি সভ্যতা হতে সভ্যতা ছুটে বেড়ালাম।
আপনার সন্ধানেই।
এই জন্মে এই সভ্যতায় আপনাকে খুঁজে পেলাম বলে আপনাকে আমার সমস্ত পৃথিবী দখলে নিতে বলছি।
এই জন্মে এই সভ্যতায় আমি বদলে যেতে চাই বলে আপনাকে আমার দরজা হতে সরে দাঁড়াতে বলছি।

আমি নেপিয়াম সভ্যতায় ফিরে যেতে চাই।
আমি আমার একমাত্র চেনামুখের কাছে
ফিরে যেতে চাই।

আপনাকে আমার ভাল্লাগে ভীষণ।
আপনাকে আমার খারাপ লাগে ভীষণ।

Comments

    Please login to post comment. Login