Posts

কবিতা

নাফের বুকে শান্তির স্রোত

January 16, 2025

MD Jurain Islam Jabed

157
View

নাফ নদীর বুকে বয়ে চলে ঢেউ,
সীমারেখা বাঁধা, তবু নির্ভয় সে কৌশলময়।
বাংলা-মায়ানমারের মিলনের সেতু,
সাগরের স্পর্শে আঁকে আপন রঙিন রূপ।

পাহাড়ের কোলে তার শীতল আলিঙ্গন,
বাঁক ধরে বাঁকে, গান তোলে নিঃশব্দ মন্ত্র।
জীবনের কথা, প্রকৃতির রূপকথা,
নাফের জলে মিশে যায় শান্তির বারতা।

নৌকার বৈঠায় বাজে জলের ছন্দ,
জীবনের গল্প বলে অনন্ত প্রান্ত।
মাঝির কণ্ঠে ভেসে আসে ব্যাকুল গান,
নাফ নদী শুনে, ধরে তার প্রাণ।

সীমান্তের নদী, তবু অন্তহীন স্রোত,
জীবন বয়ে নেয়, হারায় না কখনো জ্যোত।
নাফের বুকে আছে স্বপ্নের জলধারা,
প্রকৃতির আঁকা এক অপার চিত্রকল্প ধারা।
 

Comments

    Please login to post comment. Login