Posts

নিউজ

নিল গেইম্যানের বিরুদ্ধে একাধিক নারীর যৌন নির্যাতনের অভিযোগ

January 16, 2025

নিউজ ফ্যাক্টরি

10
View

জনপ্রিয় ইংরেজ লেখক নিল গেইম্যানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন একাধিক নারী। এই ঘটনাটি সাহিত্য জগতে ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে।  

ফ্যান্টাসি ফিকশনের অন্যতম প্রধান লেখক নিল গেইম্যান। ৮ জন নারী তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন; সম্প্রতি মার্কিন নিউজ ওয়েবসাইট ভালচার এর এক প্রতিবেদনে তারা বিখ্যাত এই লেখকের বিরুদ্ধে মুখ খুলেছেন।    

'দেয়ার ইজ নো সেফ ওয়ার্ড' শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী নারীরা তাদের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। স্কারলেট পাভলোভিচ নামের একজন জানিয়েছেন, ২০২২ সালে তিনি গেইম্যানের সন্তানের ন্যানি ছিলেন। তিনি দাবি করেন, এক সময়ে লেখক তাকে ধর্ষণ করেছিলেন এবং বিভিন্ন সময়ে যৌন নিপীড়নও করতেন। 

নিউইয়র্কের উডস্টকে গেইম্যানের সম্পত্তির তত্ত্বাবধায়ক ছিলেন ক্যারোলিন। তাকেও যৌন হয়রানির অভিযোগ রয়েছে এই লেখকের বিরুদ্ধে। তিনি জানিয়েছেন, গেইম্যান তার ছেলের সামনেই তার সঙ্গে যৌন সম্পর্কের জন্য চাপ দিয়েছিলেন।         

কেন্ড্রা স্টাউট অভিযোগ করে জানান, ২০০৭ সালে গেইম্যান বারবার না বলার পরেও তাকে ধর্ষণ করে। এছাড়া ক্যাথরিন কেন্ডাল নামের একজন দাবি করেন, একটি ট্যুর বাসে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিলেন লেখক। পরে তাকে ক্ষতিপূরণ হিসেবে ৬০ হাজার ডলার দেওয়া হয়। 

গত বছরের জুলাই মাসে একটি পডকাস্টে প্রথমবার নিল গেইম্যানের বিরুদ্ধে ৫ জন নারী যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন। তারপর থেকেই তিনি অনেকের বিরাগভাজন হয়েছেন। নারীদের বিরুদ্ধে তার এ ধরনের হীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন হ্যারি পটার সিরিজের লেখক জেকে রাউলিং। 

এদিকে গেইম্যান তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। একটি বিবৃতিতে তিনি বলেছেন, 'আমি কখনো কারও অসম্মতিতে যৌন কার্যকলাপে জড়িত হইনি। কখনোই নয়।'     

উল্লেখ্য, ৬৪ বছর বয়সী নিল গেইম্যান জনপ্রিয় একজন ইংরেজ লেখক। তার লেখা একাধিক বই থেকে তৈরি হয়েছে সিনেমা এবং জনপ্রিয় ওয়েব সিরিজ। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো, গুড ওমেনস (১৯৯০), স্টারডাস্ট (১৯৯৯), আমেরিকান গডস (২০০১), কোরালাইন (২০০২), আনানসি বয়েজ (২০০৫), দ্য গ্রেভইয়ার্ড বুক (২০০৮) এবং দ্য ওশেন এট দ্য এণ্ড অব দ্য লেন (২০১৩)। 

সূত্র: দ্য গার্ডিয়ান 

Comments

    Please login to post comment. Login