Posts

গল্প

মাই অবসেসন

January 17, 2025

Mohona

Original Author মোহনা

5
View

part 1

কি করছেন আপনি? কথাটি শুনে আনায়া পিছনে ফিরে তাকায়।  তাকাতেই স্তব্ধ হয়ে যায়। তার হাত পা কাঁপছে।  সে কিছু ভাবতে পারছে না। মনে হচ্ছে এক্ষনি মাথা ঘুরে পড়ে যাবে।সে আর কিছু না ভেবেই আবার সামনে ফিরে দৌড় দেয়। দৌড়ে অনেক দূরে এসে থামে। একটা রিকশা ডেকে ওঠে পড়ে।  সসে ভাবছে মানুষটা এখানে কি করছে। ভাবতে ভাবতেই রিকশা তার বাশার সামনে এসে দাড়ায়। সে ভাড়া মিটিয়ে বাসায় ঢুকে পড়ে আর সোজা তার রুমে চলে যায়।  কিছুই ভাবতে পারছে না। সে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে সে নামাজ পড়ে নেয়। নামাজ শেষে ভেজা চুল মুছতে মুছতে আয়নার সামনে দাড়ায় আর ভাবে সে আর কিছুতেই ওই মানুষটার কাছে ফিরে যেতে চায় না। 

অন্যদিকে….

মির্জা বাড়ি। বাড়িটি তৈরি করেছিলেন বাড়ির বড় কর্তা সৈয়দ  মির্জা তিনি খুব সখেই বাড়িটি তৈরি করেছিলেন।  বাড়িটির প্রতিটি কোনা তার পছন্দের। বাড়িটির ডানদিকেই একটি বিশাল বাগান রয়েছে। বাগানটি কারানের খুব সখের। নিজ হাতে বাগানটি গড়ে তুলেছে সে। কারান বাড়িতে ফিরে সোফায় গা এলিয়ে দেয়। বাড়িটি বাইরে থেকে যত সুন্দর ভিতর থেকে ততই নির্জন ও রহস্যময়। বাড়িতে মানুষ তিনজন মাত্র। কারান মির্জা তার ছোট বোন কোমল ও কাজের একজন যিনি গত ১৫ বছর ধরে আছেন। কারান এসেছে দেখে কোমল বেশ অবাক হয়। তার ভাই এই সময় বাড়িতে থাকে না। সে এগিয়ে যায়।  জিগ্যেস করলো কি হয়েছে ভাই তুমি এখন বাড়িতে। কারান হেঁসে বলে..  তাকে খুজে পেয়েছি।  কোমল অবাক হয়। 

চলবে…

Comments

    Please login to post comment. Login