তোকে যে আমি এবার নবম শ্রেণীতে ভর্তি করাবো, তুই হবি আমার স্কুলের ছাত্র হয়ে পাশ করা প্রথম ডাক্তার। তুই তো আমার কাছে প্রতিজ্ঞা করেছিলি রে ভাই, তুই খুব ভালো করে পড়বি, অনেক বড়ো ডাক্তার হবি। তোকে যে এবার ওঠতেই হবে, পিটু।
তোর হাজার টাকার ঋণ যে আর পরিশোধ করা হলো না রে, ভাই।