Posts

কবিতা

সিলেটি কবিতা

January 18, 2025

সৌরভ কুমার দেব

Original Author ভাস্কর

37
View

কাছে বাজার আছে দেখার কত্ত কিছু কিনিতে,
রং তামাশা ভাললাগেনা ভাললাগেরে বেড়াইতে।।
মনের মতো পাইনা মানুষ, কারো ভিতর নাইরে হোস,
হাঁটতে বইতে মিছা মাতে ওরে কেউ থাকেনা কেউর সাথে।। 

রোজ রবিবার বাজারের বার সবাই চলে পায়ে রে,
বিকাল বেলা বয়রে হাট  হাজীগঞ্জের ঐ বাজারে। 
রঙের রঙের  উঠে ফিতা, মনে পড়ে বান্ধবীর কথা,
চোউখের পাতায় চোউখে মাতে ওরে মন চায়রে কিনিতে।। 
ডাইনে গেলে পড়ে বাড়ি বাউয়ে পড়ে  লালঘর।
ঢালাই দেয়া  চৌদেয়ালী সামনে হয়রে কয়বর।
কেউ শুনে না আমার কথা 
বিশ্বাস করলে দেয়রে ব্যথা
হাছায় মিছাই বিরাইশ ছাতে ওরে পাইনা কাউরে বুঝাইতে।। 

লাল লাল নীল নীল কত্ত রকম বাত্তি
দেখলে চোখে ধান্দা লাগে নাইরে মনে ফূর্তি।  
মনে আমার জ্বলে আগুন
পুরান কথায় বাড়ে দ্বিগুন
বুড়ায় মাতলে জুয়ানে লাথে ওরে  নিভে না আর পানিতে। 

আইজ বাদে কাইল পড়িমু নতুন করে ছাব্বিশে, 
ফাটা নাও বাইতে গলে থামবো গিয়া ঐ পঁয়ত্রিশে।
ভস্কর বলে ঝোকের বসে
দিন কাটাই প্রেমের বিষে,
পাকনা চুলে আস্তা মাথে ওরে বয়স গেল পিরিতে।।

কিছু শব্দের অর্থ :

ভাললাগেনা = ভালো লাগে না

চোউখ= চোখ

মাথে= মাথায়

মাতলে= কথা বললে

লাথে= লাথি মারা

হাছায় মিছায় বিরাইশ ছাতে= সত্য মিথ্যা না বুঝে  আন্দাজে মন্তব্য করা

Comments

    Please login to post comment. Login