Posts

কবিতা

পলাশ ফুটেছে নানা স্নেহে

January 18, 2025

সৌরভ কুমার দেব

11
View

পলাশ ফুটেছে নানা স্নেহে, সবুজ টানের ফুটে মনে

শক্ত উঁচু টিলায় বসে—পড়ছে ধীরে ধীরে দূর্বাদলেরা জাগে,

এ পাষান মাটি পিঠে অজস্র ব্যাথা ভাসে, 

জবা শিউরে প্রতিরাতে, 

কান্নায় ঘুম চলে যায় নতুন উন্নত এক দেশে।

প্রতিটি ফুলে হাজারো মানিক জ্বলে উঠে,

ঝলমল করে সৌরভে কিংবা প্রতীকে,

চেয়ে চেয়ে অপেক্ষা করে মহাভারতের যুগে

সমাপ্ত  করেছে তার এক পটে, মগডালে চড়ুই বসে 

ক্ষণে ক্ষণে আবার যায় দূরের চন্দ্রগুপ্তের প্রাসাদে,

আমার বাসনা জাগে চড়ুই হতে। আসমানি আকাশে পথের

দ্রুত দৌঁড়ে হিমালয়ের দিকে, ভাবি দু'হাতে তুলি আসবে 

বলে বৃষ্টি এই আশ্বিনের পূর্ণিমা রাতে—শশী বংশী বাজে।

Comments

    Please login to post comment. Login