জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাতটার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমে বলেন, তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে। পাশাপাশি তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি জানান, বাবুল কাজী শনিবার সকালে রাজধানীর বনানীতে তার বাড়ির বাথরুমে ধূমপান করার জন্য গ্যাস লাইটার জ্বালান। এই লাইটারের বিস্ফোরণে দগ্ধ হন তিনি।
বাবুল কাজীর বোন খিলখিল কাজী সাংবাদিকদের বলেন, শনিবার সকালে বাবুল বাথরুমে ঢুকে ধূমপান করার জন্য লাইটার জ্বালিয়েছিলেন। সেই মুহূর্তেই একটা বিরাট আওয়াজ হয়। তিনি বিস্ফোরণে দগ্ধ হন এবং পড়ে যান। পরে কোনোমতে বাথরুমের দরজা খোলেন। এরপর অ্যাম্বুলেন্স ডেকে তাকে বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।
এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। পুলিশ বনানীর ওই বাসায় গিয়ে ঘটনার কারণ জানার চেষ্টা করছে।