Posts

বিশ্ব সাহিত্য

উল্টো বাতাস

January 19, 2025

Sawpon Biswas

29
View

উল্টো বাতাস
..................
ফেলে দাও ওটা আর কোন দিন 
ভুলে করেও মুখে দিবেনা 
তোমাকে না কতবার বলেছি!
ওটা আমাদের দোকান নয়।
বয়স তো তোমার কম হয়নি, তবুও 
হিসাব নিকাশ  বুঝলে না
বলি মরার পরে হিসাব দিবে কি
এ সব একটু ভেবো।
তোমার মতো বেহিসাবি আর দেখিনি 
ওটা যে মুচির দোকান-
বড় জোর পারো সেলাই করতে 
জুতাটা  দু"য়েক বার। 
এমন করে বল না ললিতা বন্ধু আমার, 
সেই জন্ম থেকে একই সাথে 
এক স্কুলে একই মাঠে পড়া খেলাধুলা
শরীরটাও এক রক্ত মাংসে গড়া।
..............
স্বপন বিশ্বাস 
২০/১/২৫

Comments

    Please login to post comment. Login