মৃত্তিকার ঐ ক্ষুদ্র প্রদীপখানি
জ্বালাও জ্বালাও নিজের হাতে।
রেখো না মনের কলুষতা
আলোয় বাঁধো শুচিতাকে।।
সন্ধ্যা না হয় দেখো না আঁধারকে,
রাত্রি না হয় ছুঁয়ো না নিশাকে।
তুমি হে, নিশাবরী মাধুরী
আলোয় বাঁধো শুচিতাকে।।
আলো আঁধারে মিলে না স্বপন।
দিবালোকে হয় না দেহের মিলন।।
গগন তলে জুড়ে তামস সুধা,
আঁখি নীরে জ্বলে অশ্রু আধা।
তুমি হে, নীরবালী অংশুমালী
আলোয় বাঁধো শুচিতাকে।।