part 2
একটি নতুন সকালের সূচনা। আনায়া রেডি হয়ে রুম থেকে বেড়িয়ে এসে দেখলো তার মা নাস্তা টেবিলে রেখেছে। সে কোনো কথা না বলে খেতে বসে। খাওয়া শেষে বেরিয়ে যাবে এমন সময় তার মা বলে উঠে, কখন আসবে তুমি? আনায়া পিছনে না ঘুরে বলল জানিনা। বলে সে বেরিয়ে গেল। কলেজে এসে সে তার বেস্ট ফ্রেন্ড মুনের সাথে দেখা করল। মুন আনায়াকে দেখে বলে, কিরে কালকে দেখা না করে চলে গেলি যে? আনায়া বলল এমনি। মুন বলে, জানিস? আনায়ার সোজা উত্তর না জানি না। মুন মুখ বাঁকায়। মেয়েটা এমনি ত্যাড়া। মুন সেসবে পাত্তা না দিয়ে বলে আজকে কলেজে নতুন স্যার আসছে। আমাদের ইংরেজি টিচার। আনায়া কিছু বলে না।শুধু মাথা নাড়ায়। ক্লাস শুরু হলে তারা ক্লাসে যায়। পরপর ২ টা ক্লাস করে আনায়া ক্লান্ত। সসে মুনকে নিজের সাথে টেনে নিয়ে ক্যান্টিনে নিয়ে যায়। দুইজন টেবিলে বসে আছে। আআনায়ার সামনে কফি। মুন একের পর এক কথা বলে যাচ্ছে। আনায়াও মন দিয়ে শুনছে। হঠাৎ তার চোখ পড়ে। দেখে একজোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। আআনায়া হঠাৎ ঘাবড়ে যায়। চোখজোড়া তার চেনা। সে উঠে দাঁড়িয়ে মুনকে টেনে উঠায়। বলে, আর এখানে থাকা লাগবে না চল। মুন বলে কি হয়েছে? আনায়া প্রতিত্তর করে না। টেনে ক্লাসে নিয়ে যায়। ক্লাসে বসতেই একজন প্রফেসর আসে। এসে বলে, good morning students. আজকে আমাদের মাঝে নতুন একজন উপস্থিত আছে। welcome your new English teacher mr Karan mirza.. আনায়া থমকে যায়। কারান ক্লাসে এসেই আনায়ার দিকে আড়চোখে তাকিয়ে বাঁকা হাঁসে আনায়া বুঝতে পারে এই হাঁসির মানে Iam back. প্রফেসর সবাইকে বিদায় দিয়ে চলে গেলে কারান বলে, স্টুডেন্টস আমার পরিচয় দিয়ে দিয়েছেন। এখন আপনারা নিজের পরিচয় দেবেন। সবাই এক এক করে পরিচয় দিতে শুরু করে। আনায়া একনজরে কারানকে দেখে যাচ্ছে। তার মনে ভয় জেঁকে বসেছে। না জানি আবার কি হয়। আনায়াকে মুন ডেকে ওঠে। আনায়ার ভ্রম ছুটে যায়। দেখে কারান তার দিকে তাকিয়ে আছে। আআনায়া উঠে দাঁড়িয়ে বলে হ্যালো স্যার। আআমি আানায়া ররহমান। আনায়ার তোতলানো দেখে মুন অবাক হয়। মেয়েটা নিজের পরিচয় দেওয়ার সময় নিজেকে শক্ত রাখে। সে মনে করে নিজের পরিচয় যত শক্ত করে দেওয়া যাবে ততই সুন্দর হবে। ততাহলে আজকে হঠাৎ তোলাচ্ছে কেন? মুন কিছু বলে না। আনায়া বসে পড়লে সবাই নিজের পরিচয় দেওয়া শেষ করে।কারান ওইদিনের মতো ক্লাস করে চলে যায়।