চাচা, আজকে কাজ আছে আবার আসবো। আবার আসবো শিউর। ফোন নম্বর দিয়ে, বললাম- আপনার যখন কথা বলতে ইচ্ছে হয়, আমাকে কল দিয়েন। চলে আসবো, আপনার সাথে গল্প করতে।
মানুষ মনে হয় কাঁদতে কাঁদতে এক সময় ক্লান্ত হয়ে যায় অথবা তখন কান্নাকে অযৌক্তিক মনে করে বা ভয় পায় কান্না করতে। যদি নিজেকে খুইয়ে ফেলে ভালো থাকার অভিনয়ের জগত থেকে।