নিলু এসব শুনে আমাদের বিয়ের সময়ের ওর বাবার দেওয়া একজোড়া ঝুমকা দিয়ে বলে- এটার দাম লাখ খানেক হবে তুমি এটা বন্ধক রেখে ত্রিশ হাজার টাকা পাবে যে কেউ দিবে।
নিলুর ঝুমকা বন্ধক রাখতে ইচ্ছে হয়নি তারপরও নিলু বলে- তুমি চিন্তা করো না আমি তো এটা সব সময় পরি না, যখন হাতে টাকা হবে তুমি না হয় তখন ছাড়িয়ে নিয়ে আসবে।
আমি একটা গোডাউন ভাড়া নেই, প্রথম মাসেই ভালো একটা এমাউন্টের প্রোডাক্ট বিক্রি হয়। চারমাস পরে সব বিক্রি হয়ে যায়। জামান ভাইয়ের টাকা দিয়ে লাভ থাকে চার লাখ সত্তর হাজার টাকা।