আলতো করে গা ছুলো,ভীষন রকম চাঁদের আলো।
রাতটা তো ভাই সত্যিই ছিল।
শব্দ গুলোর কি দোষ ছিলো,মিথ্যা হয়ে জন্মেছিল।
দোহাই আর কতই দেবে, সামলে থাকা কঠিন সবার।
স্বপ্ন যদি নাই দেখাতে,কিই বা হতো ক্ষতি তোমার।
আমিও আবার লোভী ভীষন।
দোষ কি বলো আমার দৃষ্টে
স্বপ্ন দেখার আয়োজনে,
আটকে গেছি অষ্টেপৃষ্ঠে।
কঠিন ভীষন বুঝতে তোমার
কোনটা দুঃখ কোনটা সুখ।
বলল কানে রাখিস জেনে, পৃথিবীটাই মিথ্যুক।