চিঠিপত্রে,
অপেক্ষাকে আমি আজও হৃদয়ের গহীনতম অংশে বন্দি করে বেঁচে আছি।
অপেক্ষার কাছে আমি অনেক ঋণী। অপেক্ষা আমাকে কবিতার মায়াবী অনিন্দ্য ভুবনের কাছে নিয়ে গেছে।
হৃদয়ের মধ্যে অপেক্ষা কে পুষে রাখা কি যে কঠিন! অথচ আমি সেই কাজটিই করে যাচ্ছি প্রতিমুহূর্তে কি নিদারুণ আনন্দের সাথে।
আহ্,অপেক্ষা তুমি কত বেদনার্ত সুন্দর!
(সংগৃহীত)