"রয়েছি সবুজ মাঠে-ঘাসে-
আকাশ ছড়িয়ে আছে নীল হ'য়ে
আকাশে-আকাশে;
সে এক বিস্ময় পৃথিবীতে নাই তা-
চেনে নাই তারে ওই সমুদ্রের জল;
তুমি তা জানো না, কিছু না জানিলে,
তুমিও কি চেয়েছিলে শুধু তাই;
শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে;
রাতে-রাতে হেঁটে-হেঁটে নক্ষত্রের সনে
তারে আমি পাই নাই;
কোনো এক মানুষের তরে
যে-জিনিস বেঁচে থাকে হৃদয়ের গভীর
গহ্বরে।"
(সংগৃহীত)