নাহ: আর লিখবো না কবিতা। কাকে লিখবো? কি জন্য লিখবো?
কতদিন করব আর মিথ্যে হয়ে মিথ্যের সঙ্গে প্রতারণা?
জেগে থাক অক্ষরগুলো নিদ্রাহীন স্বপ্নের সাথে। জেগে থাক চোখ নিদ্রিত রাত্রির বুকে।
তবুও,
মিথ্যে শব্দ দিয়ে অসহায় কবিতার সঙ্গে আর আমি প্রতারণা করবো না।
আজন্ম জেগে আছে নিরীহ সময় ক্ষুদ্র কিছু ইচ্ছে বুকে নিয়ে। অথচ ভাগ্য?
(সংগৃহীত)