Posts

কবিতা

নদীর কান্না

January 21, 2025

সুকান্ত সোম

146
View

শুকনো নদীর কান্না থাকে,

দেখে না কেউ,

জল ভরা নদীর কান্নায়

উছালা পড়ে ঢেউ।

শুকনো নদীর আপন কেহ

রয়ে না পাশে,

খড়খড়ি ওঠা মাটির ঢিলা

পথিক যায় পিশে।

জল ভরা নদী দুকুল ভাসায়

চুম্বনে ভাঙ্গে পাড়,

জীবন করে উথাল পাতাল

স্বপ্ন গড়ে আবার।

শুকনো নদী ঊষর ভুমি,

পড়ে থাকে চর

উজার করে দিল সবি

বইলো কষ্ট জীবনভর।

স্বপ্ন ছিল আশা ছিল

ভরবে জীবন জলে

পাড়ের পরে ভাঙ্গে পাড়

শুকনো নদী রইলো পড়ে।

জলে ভরা নদী একদিন

শুকনো হবে, থাকবে না ঢেউ

শুকনো নদীর কান্না থাকে

বুঝে নাতো কেউ।

Comments

    Please login to post comment. Login