শুন্য কুঠির বুঝি তার ভাঙলো বেলা দুঃখে
দুরের পথের পথিক কিনা হাত উচায়ে দেখে,
ভরলো বুঝি শুন্য কুটির খানা আচানক প্রেমে।
স্বপ্ন যে তারও বুকে খেলা করে শত বছর ধরে।
পথে ছিল কত পথিক,এখন দুর্বা ঘাসে ঢাকা,
অনেক দিনই আসেনি কেউ, দেয়নি পথে দেখা।
পাশেই কত কাচা পাকা ফসল বুক উচিয়ে ফলে
জমির আইলে কত জনই পথিক বেশে চলে।
আইলো না কেউ সারতে এ ঘর একবার আপন করে
শত বছর আগে মরার কালে সেই যে গেল ছেড়ে।
আমি কুঠির বয়স হইলো, শুন্য বুকে থাকি
শুন্যতার পরান জুড়াতে মিঠা বাতাসে ডাকি।